তথ্য প্রযুক্তির যুগে দ্রুত অগ্রগামী বিশ্বের সঙ্গে পদক্ষেপ মেলাতে ও বিশেষ করে বর্তমান শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে তথ্য প্রযুক্তির ব্যবহার (Smart Classroom, Virtual Class, Computer based Laboratory, Computer based Language Lab, Computer based Library Operation etc.) ক্রমশ বৃদ্ধির কারণে ভাঙড় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে নামমাত্র ফি তে একটি সার্টিফিকেট কোর্স ও একটি ডিপ্লোমা কম্পিউটার কোর্স ছাত্র ছাত্রীদের উপহার দেওয়া হয়েছে।
ভর্তিঃ প্রতি বছর জানুয়ারি মাসে কম্পিউটার কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। নিন্মে দেওয়া লিঙ্ক থেকে ফর্ম ফিলাপ করে নোটিশ অনুযায়ী কলেজে জমা করতে হবে।